রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭ ভৈরবে যাত্রী সেজে গাঁজা পাচার: ২ নারী আটক কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী ভৈরবে ৪২ লক্ষাধিক টাকার গাঁজসহ দুই মাদককারবারি আটক ভৈরবে ভিন্ন ধর্মের নারী পুরুষ গ্রেফতার কিশোরগঞ্জে আন্দোলনে মিছিলে হামলা মামলার আসামির কারাগারে মৃত্যু কুলিয়ারচরে ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ভৈরবে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার-থাইল্যান্ডে নিহত ১৫০ মাতৃভূমিতে ফিরতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রোহিঙ্গারা, গভীর জঙ্গলে চলছে প্রশিক্ষণ

বরিশালে বাস টার্মিনালে সংঘর্ষ ভাংচুর, ধর্মঘটের ডাক শ্রমিকদের

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, হামলা এবং ৫টি বাস ভাংচুরের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা।

মঙ্গলবার রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দিলে; রূপাতলী টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৫ জেলার ১৯টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস মালিক ও শ্রমিকদের জান-মালের নিশ্চয়তা প্রদানসহ হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। এ ঘটনায় দুই গ্রুপের ১০ জন আহত হয়েছেন।

এর আগে বিকেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়ক পথে একটি বাসের হেলপারকে হাফ ভাড়া নিতে বলে। বাসের হেলপার হাফ ভাড়া না নিয়ে উলটো ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কবিতর্কসহ খারাপ আচরণ করে বলে অভিযোগ। খবর পেয়ে বিএম কলেজ শিক্ষার্থীরা টার্মিনালে গিয়ে বিক্ষোভ করে। এসময় দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়, পাঁচটি বাস ভাংচুর ও সাত শ্রমিককে আহত করে বলে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে শ্রমিকদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থী সাব্বির আহমেদ। বাস শ্রমিকরা বলেন, পাঁচটি বাসসহ ইউনিয়ন অফিস ভাংচুর করা হয়েছে। সাত শ্রমিক আহত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রমিকদের আহত করা হয়েছে। এ ঘটনার বিচার চাই।

বিএম কলেজ শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, খবর পেয়ে আমরা মহাসড়ক অবরোধ করে শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এ বিষয়ে বাস টার্মিনাল সংশ্লিষ্ট কেউ আমাদের সঙ্গে কোন কথা বলেনি। উলটো শ্রমিকরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ধাওয়া দেয়। তিন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তাই মারধরের ঘটনায় জড়িত শ্রমিকদের বিচার ও হাফ ভাড়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

যাত্রী আবদুল মালেক বলেন, পিরোজপুর থেকে ডাক্তার দেখাতে বরিশালে এসে ধর্মঘটে আটকে গেছি। এখন অসুস্থ শরীর নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না।

বরিশাল বিভাগীয় বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। কিন্তু সেই আলোচনার দিকে না গিয়ে হঠাৎ করে টার্মিনালে হামলা ভাংচুর করা হল। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত বাস চালাবে না বলে জানিয়েছে শ্রমিকরা। এখানে আমাদের কিছু করার নেই।

বরিশাল ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে বলেন, রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের হামলা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page