শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭ ভৈরবে যাত্রী সেজে গাঁজা পাচার: ২ নারী আটক কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী ভৈরবে ৪২ লক্ষাধিক টাকার গাঁজসহ দুই মাদককারবারি আটক

কৃষক-ক্ষেতমজুরদের ন্যায্য অধিকার আদায়ে কটিয়াদীতে জনসভা

রফিকুল ইসলাম আরমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতির জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কটিয়াদীতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারী বিকেল ৫টায় মানিকখালী রেলওয়ে চত্বরে কটিয়াদী সংগ্রাম পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্ষেতমজুর নেতা সেলিম খানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কৃষক সমিতির কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সরকার মোস্তফা কামাল নান্দু, ট্রেড ইউনিয়নের জেলা সম্পাদক শ্রমিক নেতা আঃ রহমান রুমি, ক্ষেতমজুর নেতা রঞ্জিত সরকার, আবুল হাসেম মাস্টার, শেখ জমসেদ, আঃ কাদির ও কৃষক নেতা জামাল উদ্দিন। সভা পরিচালনা করেন কৃষক সমিতির কটিয়াদী উপজেলা সহ-সাধারণ সম্পাদক ফজলুর রহমান।

বক্তারা বলেন, কৃষক, ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষ নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কৃষি উপকরণের দাম কমাতে হবে, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে, কৃষকদের স্বল্প সুদে সহজ পদ্ধতিতে কৃষি ঋণ দিতে হবে, প্রয়োজনে সরকারকে কৃষিখাতে ভর্তুকি দিতে হবে, প্রতি ইউনিয়নে সরকারি ভাবে ধান ক্রয় কেন্দ্র চালু করতে হবে, দেশের সকল নাগরিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। স্থানীয় ক্লিনিক ও হাসপাতালগুলোতে ওষুধের বরাদ্দ বাড়াতে হবে। অমানবিকভাবে খাজনা আদায় বন্ধ করতে হবে। জমা খারিজ প্রক্রিয়া সহজ ও হয়রানিমুক্ত করতে হবে। আইডি কার্ড, জন্মনিবন্ধন সংশোধন সহজ করার উদ্যোগ নিতে হবে। প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোর চিকিৎসা খরচ নিয়ন্ত্রণ করতে হবে।

রেজিস্ট্রারি ও ভূমি মন্ত্রণালয়ের জটিলতার কারণে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। জমির দলিল, উত্তরাধিকার সনদ ও সম্পত্তির বণ্টনপত্র তৈরি করতে গিয়ে দুর্নীতির কবলে পড়তে হচ্ছে। একই ব্যক্তির একাধিক নামে সরকারি নথি থাকায় অনেকে জমি ও সম্পত্তি সংক্রান্ত কাজে নানা সমস্যার মুখে পড়ছেন। এসব সমস্যার দ্রুত সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

জনসভায় বক্তারা চিকিৎসাসেবার বাণিজ্যিকীকরণের সমালোচনা করেন। দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং গরিব রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারীরা সরকারের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page