মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

আবারও হাসপাতালে ভর্তি সাবিনা ইয়াসমিন

একবার ছাড়পত্র পেয়ে পরদিন ভোরেই আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এখনও পুরোপুরি শঙ্কামুক্ত না হলেও তার অবস্থা আগের তুলনায় স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তার পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার (৩১ জানুয়ারি) এক আয়োজনে গান গাইতে গিয়ে মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। পরপরই তাকে নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়েও দেয়া হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে আবারও জ্ঞান হারিয়ে ফেলেন শিল্পী। সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা তাকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা শেষে জ্ঞান ফিরলেও তার ছাড়পত্র মেলেনি। আপাতত কয়েকদিন তার ঠিকানা হাসপাতালই, এমন ইঙ্গিত দিয়েছেন চিকিৎসকরা।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। শুক্রবার রাতে বনানীর একটি পাঁচ তারকা হোটেলে গান গাইতে স্টেজে উঠেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন আয়োজক থেকে শুরু করে উপস্থিত অতিথিরা।

এদিকে, শিল্পীর হাসপাতালে ভর্তির খবর শুনে শুভাকাঙ্খিরা নানা মাধ্যমে খবর নিচ্ছেন। তার শারীরিক অবস্থা জানার চেষ্টা করছেন। সাবিনা ইয়াসমিনের পরিবারের সদস্যরাও তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page