শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

ওটিটিতে আসছে ‘দ্য কপিল শর্মা শো’

ভারতীয় জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র নতুন কিস্তি আসছে।

সোমবার লঞ্চ হয় ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র তৃতীয় সিজনের প্রথম টিজার ভিডিও। অর্চনা পুরান সিং, কিকু শারদা, রাজীব ঠাকুর, এবং ক্রুষ্ণা অভিষেকসহ শো-র পুরো টিম অনুষ্ঠানে হাজির থেকে সেই টিজার লঞ্চ করেন।

এই অনুষ্ঠানে ভারতের কমেডিং কিং কপিল শর্মা আরও একবার স্পষ্ট করেন, কেন এই শো-র নামকরণ তার নামে করা হয়েছে। কেন তার অনুরাগীরা তাকে ‘কমেডি কিং’ বলে ডাকেন। এদিকে এদিন আরও একবার সুনীল গ্রোভারের সঙ্গে নিজের অতীতের ঝগড়া নিয়ে মজা করতেও ছাড়েননি কপিল শর্মা। যেকথায় সুনীল নিজেও হেসে ফেলেন।

এদিন টিজার লঞ্চ অনুষ্ঠানের শুরুতে কপিলের টিমের সকলে এসে পৌঁছে গেলেও সুনীল গ্রোভারের আসতে দেরি হয়। আর তখন টিমের সকলকে বন্ধু সুনীলের জন্য অপেক্ষা করতে বলেন কপিল শর্মা। এদিকে কপিল ও তার টিমকে ছবির জন্য পোজ দিতে অনুরোধ করে মিডিয়া কর্মীরা।

আর মজা করে তিনি তখন বলেন, টিম যদি সুনীল গ্রোভারকে ছাড়াই ছবিতে পোজ দেয় তাহলে আপনারা (মিডিয়া কর্মীরা) আবারও লিখবেন, সুনীল শো ছেড়ে চলে গেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে কপিল শর্মা ও সুনীল গ্রোভারের মধ্যে মনমালিন্য হয়। যার প্রভাব পড়েছিল কমেডি শোয়েও। যদিও দীর্ঘ ঝগড়ার পর তারা ফের পুরনো বিবাদ মিটিয়ে কাছাকাছি এসেছেন।

অনুরাগীরা বলেন, কপিল শর্মা ও সুনীল গ্রোভার জুটি এই অনুষ্ঠানের প্রাণ। কপিল শর্মা টাইমিং এবং কমেডিতে ওস্তাদ হলেও, যখনই শো চলাকালীন অভিনয়ের কথা আসে, তখন সুনীলের সেই জায়গা কেউ নিতে পারেননি।

জানা যায়, অস্ট্রেলিয়ায় শো করতে গিয়ে বিমানের মধ্যেই ঝামেলায় জড়িয়েছিলেন কপিল-সুনীল। সেই ঝগড়া এতটাই তিক্ত ছিল যে বহু বছর কপিল-সুনীল একে অপরের মুখ দেখেননি। তবে নেটফ্লিক্সের অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র মাধ্যমে বিবাদ ভুলে ফের একসঙ্গে কাজ করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page