সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

পুলিশকে সাক্ষী রেখে থানায় বিয়ে করলেন বর-কনে

থানার মধ্যে বিয়ে সারলেন বর-কনে। পুলিশকে সাক্ষী রেখে একে অপরের গলায় মালা পরালেন তারা।এ ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে শহরজুড়ে।

রোববার গুজরাটের সুরাটে ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিহারের বাসিন্দা রাহুল প্রমোদ মাহতো এবং অঞ্জলি কুমারী। গত সপ্তাহে সুরাটের বারাচা এলাকায় লক্ষ্মীহলে তাদের বিয়ের আসর বসেছিল। কিন্তু সেখানে বিয়ের সব আচার সারা হয়নি।

শেষমেশ থানায় এসে একে অপরের গলায় মালা পরিয়ে, নবদম্পতি বিয়ের সম্পূর্ণ রীতি সারেন।

পুলিশ জানিয়েছে, বিয়ের দিন খাবার কম ছিল। তখনই পাত্রপক্ষ মেজাজ হারিয়ে অশান্তি শুরু করে। তখন বিয়ের পিঁড়িতে বসেছিলেন বর-কনে। অর্ধেক আচার সেরে ফেলেছিলেন। দুপক্ষের মধ্যে খাবার নিয়ে ঝামেলার পর বিয়ে ভাঙার ঘোষণা করে পাত্রপক্ষ। কিন্তু অঞ্জলিকেই বিয়ে করতে চেয়েছিলেন রাহুল।

পাত্রপক্ষের ওই ঘোষণার পর পরিবার নিয়ে থানায় অভিযোগ জানাতে আসেন অঞ্জলি। পুলিশের কাছে অভিযোগ জানাতেই, রাহুল ও তার পরিবারকে থানায় ডেকে পাঠানো হয়।

দুপক্ষের মধ্যে ঝামেলা মিটিয়ে, বিয়ের বাকি আচার থানাতেই সারেন নবদম্পতি।

এমনকী রাহুলের পরিবারকে বুঝিয়ে, শ্বশুরবাড়িতেও পাঠানো হয় অঞ্জলিকে। ভবিষ্যতে তাকে সুখে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page