সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

ত্রিবেণী সঙ্গমে পানিতে ডুব দিলেন মোদি

ভারতের উত্তরপ্রদেশে প্রয়াগরাজ সফরকালে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তার সাথে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

এর আগে, প্রধানমন্ত্রী মোদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে আরিয়াল ঘাট থেকে মহাকুম্ভে নৌকা ভ্রমণ করতে দেখা গেছে।

গত ১৩ জানুয়ারী পৌষ পূর্ণিমায় শুরু হয়েছিলো মহাকুম্ভ মেলা এবং লক্ষ লক্ষ ভক্তের সমাগম মুখরিত হয়ে ওঠে স্থানটি। এই জমকালো অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারী মহাশিবরাত্রি পর্যন্ত চলবে।

তবে ২৯ জানুয়ারি মহাকুম্ভ মেলায় (গ্রেট পিচার ফেস্টিভ্যালে) পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছ। বহু মানুষ পদদলিত হয়ে নিহত হন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে উত্তাল হয়ে ওঠে ভারতের সংসদ। স্থানীয় সময় সোমবার (৪ ফেব্রুয়ারি) সংসদের দুই কক্ষে (লোকসভা ও রাজ্যসভা) বিরোধীরা মহাকুম্ভে মৃত্যুকে কেন্দ্র করে সরকারকে চেপে ধরেন।

বিরোধীদের দাবি, পদপিষ্ট হয়ে কতজনের মৃত্যু হয়েছে কিংবা কতজন নিখোঁজ আছেন, সেই প্রকৃত সংখ্যা জনগণের সামনে আনতে হবে। কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেসসহ বিরোধীরা উভয় কক্ষে কুম্ভ বিপর্যয় নিয়ে সরকারকে জবাবদিহির জন্য চাপ দেন।

সরকারিভাবে ৩০ জনের মৃত্যু হয়েছে বলা হলেও তাদের নামধাম প্রকাশ করেনি। বিরোধীদের দাবি, এ ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

তবে এতোকিছুর মধ্যে মহাকুম্ভ পরিদর্শন করে দেবতাকে প্রসন্ন করতে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেন মোদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page