সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

শেষ হলো জানুয়ারির দলবদল, কোন দলে কে

শেষ হয়েছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো। এই উইন্ডোতে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার জুনিয়র। ৪ ফুটবলারকে দলে ভিড়িয়েছে সম্প্রতি ধুঁকতে থাকা ইংলিশ জায়ান্ট ম্যানসিটি। তবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেয়া অ্যাস্টন ভিলা চমক দিয়ে দলে নিয়েছে রাশাফোর্ড, আসেন্সিয়োর মতো তারকাদের। বাংলাদেশের হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যোগ দিয়েছেন দ্বিতীয় টায়ারের দল শেফিল্ড ইউনাইটেডে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে উইন্টার উইন্ডোর দলবদল। এবারের দলবদলে নিশ্চিত ভাবে সবচেয়ে বড় আলোচিত বিষয় নেইমারের ব্রাজিলে প্রত্যাবর্তন। সৌদি প্রো লিগের দল আল হিলাল থেকে কৈশোরের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। যা নিশ্চিত ভাবে ব্রাজিলের ঘরোয়া ফুটবলের জন্য বড় সুসংবাদ।

আন্তর্জাতিক মহলে খুব বড় কোন খবর না হলেও বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা হামজা চৌধুরী ক্লাব বদলেছেন এই সময়ে। বাংলাদেশের ফুটবলের নতুন এই মেগাস্টার নিয়মিত ম্যাচ খেলার তাগিদে লেস্টার সিটি ছেড়ে ধারে চ্যাম্পিয়শিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন। নতুন ক্লাবের হয়ে অভিষেকেই ম্যাচসেরা হয়েছেন হামজা।

জানুয়ারির দলবদলে খুব ব্যস্ত সময় পার করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ধুঁকতে থাকা দলটিতে ভারসাম্য আনতে এই উইন্ডোতে চার ফুটবলারকে দলে নিয়েছে ক্লাবটি। ডেটলাইন ডে’তে পোর্তো থেকে রদ্রির ব্যাকাপ হিসেবে আরেক স্প্যানিশ নিকো গঞ্জালেসেকে দলে নিয়েছে সিটিজেনরা। এছাড়া ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিক্টর রেইস, ওমর মারমাউশ ও আব্দুকদির খুসানভে দলে নিয়েছে গার্দিওলার দল।

সার্বিক দিক বিবেচনায় সবচেয়ে বেশি চমক দিয়েছে অ্যাস্টন ভিলা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেয়া দলটি মাঠের পারফরম্যান্সের মতোই দলবদলের বাজারেও করেছে বাজিমাত। লোনে তারা দলে ভিড়িয়েছে ইংলিশ স্ট্রাইকার মার্কোস রোশফোর্ড, স্প্যানিশ ফরোয়ার্ড কার্মো আসেন্সিয়ো, আক্সেল দিসাসি ও ডনিয়েল মালেনকে।

এছাড়া অর্থের বিচারে বড় অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নাপোলি থেকে জর্জিয়ান তারকা উইঙ্গার খভিচা কভারাতসখেলিয়াকে দলে নিয়েছে ফ্রেঞ্জ ক্লাব পিএসজি। খরচ করেছে ৭০ মিলিয়ন ইউরো।

অপরদিকে, পিএসজি ছেড়ে ধারে ইউভেন্তাসে যোগ দিয়েছেন ফ্রান্সের উদিয়মান তারকা স্ট্রাইকার কোল মুয়ানি।

এছাড়া ইংলিশ লিগের দল সিটি ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন কাইল ওয়াকার। চেলসি ছেড়ে একই ক্লাবে যোগ দিয়েছেন জাও ফেলিস্ক। দুজনই ধারে বদলেছেন ঠিকানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page