মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

ট্রাম্প মাস্ককে ছাপিয়ে আলোচনায় ছোট্ট এক্স, ভিডিও ভাইরাল

ওয়াশিংটন ডিসিতে ওভাল অফিসে বক্তব্য রাখছিলেন মার্কিন ধনকুবের তথা ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসেয়েন্সির’ ইলন মাস্ক। পাশের ডেস্কে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এসবের মাঝে লাইমলাইট একাই কেড়ে নেয় ইলন মাস্কের চার বছরের ছেলে এক্স। কখনো নিজের মনেই সে কথা বলে চলে, আবার কখনো একটু হাত-পা ছুড়ে অঙ্গভঙ্গি, কখনোবা সোজা নাকে চলে যায় তার আঙুল! এই এক্সের কীর্তি ও তাকে দেখে ট্রাম্পের অভিব্যক্তির ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।

গণমাধ্যম রিপোর্ট বলছে, প্রেস কনফারেন্স চলছিল। মার্কিন প্রেসিডেন্ট বসে আছেন, নাকি দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন তার বাবা ইলন মাস্ক, সেদিকে খেয়াল নেই ছোট্ট এক্সের। সে নিজের তালেই ওভাল অফিস মাতিয়ে রাখে। একটা সময় ইলন মাস্কের কাঁধেই চেপে বসে সে। আর তা নিয়েই বিস্তর আলোচনা সামাজিক মাধ্যমে।

প্রেস কনফারেন্স যে বিষয়টি নিয়ে ছিল, তার খবরকে কার্যত ছাপিয়ে গেছে এক্সের কীর্তি! জানা যাচ্ছে, কনফারেন্স ছিল ট্রাম্প প্রশাসনের একটি এক্সিকিউটিভ নির্দেশ ঘিরে। যার উদ্দেশ্য ফেডারেল কর্মশক্তির ছাঁটকাট। তবে সেসবের চেয়েও নেটপাড়ায় ভাইরাল ইলন মাস্কের ছেলের কীর্তির ভিডিও।

উল্লেখ্য,বহু পাবলিক ইভেন্টেই সদ্য মাস্ক তার ছোট ছেলে এক্সকে নিয়ে যান। বহু প্রচারেও এক্সকে দেখা গেছে। ফলে ওভাল অফিসে তার উপস্থিতি খুব একটা অবাক করেনি অনেককেই। এই গোটা ক্লিপ ঘিরে প্রশ্ন উঠছে— ইলন মাস্কের ছেলে এক্সের কীর্তিতে কি ট্রাম্প বিরক্ত হয়েছেন, নাকি তা উপভোগ করেছেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page