মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

আমাদের আল্লাহর রঙে রঙিন হতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দাঈদেরকে খুলুসিয়াতের সঙ্গে দ্বীনের কাজ করতে হবে। দাওয়াহ মাস্টার ট্রেইনারদেরকে জাতির চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শনিবার বিকাল ৫টায় গাজীপুরের একটি কনভেনশন সেন্টারে সারা দেশের দাওয়াহ মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, দেশে বর্তমানে মানুষের নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর অবারিত সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহর রঙে রঙিন হতে হবে। রিয়া মুক্ত জীবন গড়তে হবে। দাঈদেরকে উন্নত আদর্শের অধিকারী হতে হবে। মানুষের কাছে ইসলামের সঠিক বাণী প্রচার করতে হবে। পাশাপাশি সামাজিক কাজেও নিজেদের সম্পৃক্ত রেখে সমাজে দৃষ্টান্ত তৈরি করতে হবে।

এসময় উপমহাদেশে ইসলামী শিক্ষা প্রচারের ক্ষেত্রে আলেম সমাজের অতীত ইতিহাস তুলে ধরেন ডা. শফিকুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের সভাপতি এএইচএম হামিদুর রহমান আযাদ। উদ্বোধনী বক্তব্যে তিনি দাওয়াহ মাস্টার ট্রেইনারদের কাজের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এক্ষেত্রে নিজেকে আরও দক্ষ করে গড়ে তোলা। আমল-আখলাক, আচরণের মাধ্যমে সর্বস্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং দাওয়াতের ময়দানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে আত্মনিয়োগ করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী। তাছাড়া অঞ্চল ও বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page