মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন ব্রাজিল

অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে সেরার মুকুট পরে সেলেসাও যুবারা। অন্যদিকে, প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হারের কারণে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার।

শিরোাপা জয়ের ক্ষেত্রে কঠিন সমীকরণ ছিল আর্জেন্টিনার সামনে। চ্যাম্পিয়নের তকমা পেতে হলে প্যারাগুয়ের বিপক্ষে ৪ গোলের জয় দরকার ছিল আলবিসেলেস্তে যুবাদের। তবে সকল সমীকরণ ছাপিয়ে উল্টো ৩-২ গোলে হেরে শিরোপার দৌঁড় থেকে ছিটকে গেল আর্জেন্টিনা। চূড়ান্ত পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্রাজিল।

তবে পথটা মোটেও সহজ ছিল না সেলেসাও যুবাদের। গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে হোঁচট খায় তারা। হাফ ডজন গোলের লজ্জার রেকর্ড ছাপিয়ে শেষ পর্যন্ত অবশ্য সোনালি ট্রফিটাই শেষ পর্যন্ত উঁচিয়ে ধরলো ব্রাজিল।

ভেনেজুয়েলার হোসে অ্যান্তেনিও স্টেডিয়ামে খেলার শুরু থেকেই চাপের মুখে থাকে ব্রাজিল। খেলার ৭২ মিনিট পর্যন্ত কোনো সুবিধাই করতে পারছিল না সেলেসাও যুবারা। সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত চিলির রক্ষণে বাধা পড়ছিল তাদের আক্রমণ।

তবে শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে তিন গোলের লিড নেয় ব্রাজির। গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো ও রিকার্ডো ম্যাথিয়াস। এই লিড ধরেই ৩-০ গোলের জয় নিশ্চিত করে ব্রাজিল।

এদিকে, নিজেদের ম্যাচ শেষ করে আর্জেন্টিনা ম্যাচের ভেন্যুতে চলে যায় সেলেসাওরা। পুরোটা সময় প্যারাগুয়েকে সমর্থ দিয়ে যায় তারা। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীদের হারের পর শিরোপা জয়ের উদযাপনে মাতে পুরো দল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নের পাশাপাশি সর্বমোট ১৩ বার এই শিরোপা ঘরে তুলে ব্রাজিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page