সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

সারাদেশে শহীদ মিনারে জনস্রোত

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই সারাদেশে শহীদ মিনারমুখী জনস্রোত দেখা গেছে। এদিন ভোর থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

ঢাকা ছাড়াও এদিন সরেজমিন দেখা গেছে, চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই আসেন পরিবারসহ। শহীদ বেদিতে ফুল দিয়ে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

ভোর থেকেই খুলনায় শহীদ হাদীস পার্কে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রভাত ফেরির পর স্মৃতির মিনারে জড়ো হন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন ৫২’র শহীদদের।

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। দিনটি উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে জেলায়।

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর থেকে শ্রদ্ধা জানাতে আসতে থাকেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। একুশের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যাশা জানান তারা।

সিলেটেও ভোর থেকে শহীদ মিনারে জড়ো হন হাজারও মানুষ। ফুলেল শ্রদ্ধা জানান শহীদ বেদিতে। দিনটি ঘিরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন রয়েছে জেলায়।

সকালে ফুলে ফুলে ভরে ওঠে রংপুরে স্মৃতির মিনার। শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠাসহ সকল বৈষম্য দূর হবে বলে প্রত্যাশা জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page