মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

কিশোরগঞ্জের বাজিতপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, স্ত্রীর স্ট্রোকে মৃত্যু

রফিকুল ইসলাম আরমান, নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মো. শাহজাহানের বাড়ি পুড়ে গেছে। এতে আতঙ্কিত হয়ে তার স্ত্রী আকলিমা বেগম (৬৭) স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

শাহজাহানের ছোট ভাই অ্যাডভোকেট আরকান মিয়া জানান, তার ভাই বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে, যার কারণে তিনি পলাতক। এর আগেও, ৫ আগস্ট তার বাড়িতে আগুন দেওয়া হয়েছিল এবং লুটপাটের ঘটনা ঘটেছিল। বুধবার রাতে আবারও দুর্বৃত্তরা আগুন দেয়, তবে কারা এই ঘটনায় জড়িত তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে শাহজাহানের স্ত্রী আকলিমা বেগম স্ট্রোক করেন। রাত ১১টার দিকে তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, আগুন ও মৃত্যুর ঘটনার বিষয়ে তারা শুনেছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত থানায় এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page