সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

কখনো আশা করিনি ড. ইউনূসের আমলে শিক্ষকদের রাস্তায় বসে থাকতে হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কখনো আশা করিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমলে শিক্ষকদের রাস্তায় বসে থাকতে হবে। অথচ যারা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে তারা গ্রেপ্তার হচ্ছে না। তাদের ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ বুধবার (৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ আয়োজিত লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নন-এমপিওভুক্ত শিক্ষকদের দাবির প্রতি ন্যূনতম কোনো কর্ণপাত করেননি সরকার। আমরা জানতে পারছি সরকারের ভেতরে আবার কোনো কিচেন কেবিনেট আছে, যার জন্য ড. ইউনূস একাই কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।

এ সময় তিনি আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের চাকরি এমপিওভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানান। বলেন, যে শিক্ষকেরা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তারা অনাহারে রাস্তায় থাকতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের দাবি মেনে নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page