স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত দুস্থ, অসহায় ও দারিদ্র্য মানুষের মাঝে রমজান মাসব্যাপী আর্থিক ও জাকাত দেওয়ার মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
শনিবার (৮ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘দ্য গ্রেটেস্ট ফাউন্ডেশন’ আয়োজিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিশ্ব মানবতার মুক্তির শ্লোগান ‘সবার উচিত দরিদ্র মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দেওয়া’। সে লক্ষ্যে দ্য গ্রেটেস্ট ফাউন্ডেশনের মতো বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সমাজের বিত্তবান মানুষদের কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে মানবতার দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে হবে।
দ্য গ্রেটেস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শিহাব খানের সভাপতিত্বে ও মহাসচিব অ্যাডভোকেট আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবু সায়েম মো. শাহীন, জহির উদ্দিন বাবর, অ্যাডভোকেট মোতাহার হোসেন সোহেল, ৬০নং ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম নুরু, কাঞ্চন আব্বাস, সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, আপেল মাহমুদ, মো. শরিফ উল্লাহ, শ্রমিক নেতা আবু তাহের, আবদুর রহমান, মো. জুনায়েদ, সোহেল আলম সাগর, কার্যকরী সদস্য শামীম রহমান, শহিদুল ইসলাম রুবেল, জমির উদ্দিন, আব্দুল মান্নান, মাহবুবুর রহমান, আবির আবদুল্লাহ, মো. আলতাফ হোসেন আকাশ, মো. ফারুক, মো. বাবুল, বাবুল মিয়া, আলমগীর, হাবিবুর রহমান ও আইরিন আক্তার প্রমুখ।
পরে মোয়াজ্জেম হোসেন আলাল দ্য গ্রেটেস্ট ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।