সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

কসবা সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন বিওপি স্থাপন বিজিবির

সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে আরও একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬০ বিজিবি সুলতানপুরের অধীনে স্থাপিত এটির নাম ‘খাদলা বিওপি’।

বুধবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এটির উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।

কসবা সীমান্তপথে এপার-ওপার অবৈধ অনুপ্রবেশ, সব ধরনের চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্যই স্থাপন করা হয়েছে এ বিওপি। উদ্বোধনের পরপরই এর কার্যক্রম শুরু হয়েছে পুরোদমে।

বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির জানিয়েছেন, খাদলা বিওপি’র জওয়ানরা সর্বদা সতর্কাবস্থায় থাকবে।

এসময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমানসহ আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মতিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page