প্রতিবারের ন্যায় এবারও ৬ শত এতিম ও বিধবা মাতা’র মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মেয়েদের হাজী আসমত আলী এতিম বালিকা শিশু এতিমখানা। আন্তর্জাতিক সাহায্য সংস্হা কাতার চ্যারেটি’র অর্থায়নে এতিম ও বিধবা মাতাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন কাতার চ্যারেটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ উমর।
হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রত্যেককে চাউল ২৫ কেজি,তৈল ৫ লিটার,খেজুর ৩ কেজি’ছোলা ৩ কেজি,মশুর ডাল ৩ কেজি,চিনি ২কেজি,লবন ১কেজি করে মোট ৪২ কেজি ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র হাজী মো. শাহীন, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট লেখক মোঃ শহীদুল্লাহ্, বিশিষ্ট সমাজ সেবক মো.জাকির সওদাগর, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রধান সমন্বয়কারি ও ভৈরব পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর মাহিন সিদ্দিকী,কাতার চ্যারেটি বাংলাদেশের সমাজ কল্যাণ বিষয়ক কর্মকর্তা মাহমুদা আকতার।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নর এর ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী,শিশু পরিবারের ম্যানেজার মোজাহিদুল হক শুভ,প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু,হিসাব রক্ষক মুজিবুর রহমান, চন্ডিবের এলাকার সমাজ সেবক নজরুল খাঁন, নাসির মোল্লা,হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিশু পরিবারের হোস্টেল সুপার জেসমিন আকতার,ইকরাম বখস সহ আরো অনেকে।