ভৈরব প্রতিনিধি : ভৈরবে ১১ লক্ষাধিক টাকার ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধিন শিশাউড়া গ্রামের আমির হোসেনের ছেলে আবুল বাশার (২৫) ও নরসিংদী সদর থানাধিন নাগরিয়াকান্দি গ্রামের আলী নিয়াজ মিয়ার মেয়ে মিনারা বেগম (৬৪)। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটের সময় শহরের নাটালের মোগড় এলাকা থেকে আটক করা হয়।
লিখিত বক্তব্যে র্যাব সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবে’র আভিযানিক দল নাটালের মোড় এলাকায় চেক পোষ্ট পরিচালনা করে। এ সময় তথ্যের ভিত্তিতে একটি মাইক্রোবাস আটক করা হয়। মাইক্রোবাসটিতে ২ জনকে তল্লাশি করে তাদের নিজ হেফাজতে রাখা ৫৭০০ (পাঁচ হাজার সাতশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক কারবারিদের বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় এ ঘটনায় গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ভৈলব থানায় সোপর্দ করা হয়েছে।