রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭ ভৈরবে যাত্রী সেজে গাঁজা পাচার: ২ নারী আটক কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী ভৈরবে ৪২ লক্ষাধিক টাকার গাঁজসহ দুই মাদককারবারি আটক ভৈরবে ভিন্ন ধর্মের নারী পুরুষ গ্রেফতার কিশোরগঞ্জে আন্দোলনে মিছিলে হামলা মামলার আসামির কারাগারে মৃত্যু কুলিয়ারচরে ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ভৈরবে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার-থাইল্যান্ডে নিহত ১৫০ মাতৃভূমিতে ফিরতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রোহিঙ্গারা, গভীর জঙ্গলে চলছে প্রশিক্ষণ

কটিয়াদীতে স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি বিরোধে পুলিশ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলের নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে কমিটি সংক্রান্ত মিটিং চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

নিহত আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে (২২) ও মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে প্রতিপক্ষের হমলায় আশিক ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কটিয়াদী উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মো. আশিক খাঁর মৃতদেহ কাঁধে নিয়ে সরকারি হাসপাতাল থেকে বের হয়ে রিকশামোড়, কলেজ রোড ও উপজেলা রোড হয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড পেট্রোল পাম্প পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। পরে আবারও মো. আশিক খাঁর মৃতদেহ কাঁধে নিয়ে কটিয়াদী মডেল থানায় নিয়ে যান। এসময় নেতাকর্মীরা আশিক হত্যায় জড়িতদের ফাঁসি দাবি করেন।

বিষয়টি নিয়ে কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা অপরাধী। কাজেই অপরাধীর কোনো ক্ষমা নাই। আমরা এর তীব্র নিন্দা জানাই ও অপরাধীর শাস্তি কামনা করছি।

নিহত আশিকের চাচাতো বোন রিমা বলেন, ঘটনা পুলিশ, চেয়ারম্যান ও নেতাকর্মীদের সামনেই ঘটে। কিন্তু এরা মারামারি শুরু হলেই ভেগে যায়। এদেরতো কিছু হয়নি, হয়েছে আমার ভাইয়ের।

নিহতের রিতা বেগম বলেন, আমার ছেলেকে যারা অকারণে মেরেছে, তাদের বিচার আল্লাহর কাছে চাই। আর মামলা করলে তো টাকা দিলেই সব শেষ। বিচার আর হয় না।

হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল কমিটি নিয়ে সংঘর্ষের সূত্রপাত। এতে আশিক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page