জয়নাল আবেদীন রিটন, ভৈরব : যাত্রী সেজে গাঁজা পাচারকালে ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশন থেকে তাসলিমা ও তানিয়া নামে ২ নারীকে আাটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধিন কৃষ্ঞপুর গ্রামের মুকবুল হোসেনের স্ত্রী তাসিলমা বেগম (৩৫) ও একই থানাধিন জয়ন্তাপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে তানিয়া (১৯)। আজ দুপুর বারটার সময় ষ্টেশনের ১ নং প্লাট ফরম থেকে তাদেরকে আটক করা হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাঈদ আহমেদ, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ষ্টৈশনের ১ নং প্লাট ফরম থেকে তাসলিমা ও তানিয়া ২ মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে তাতে ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করা হয়েছে। তারা যাত্রী সেজে ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে ঢাকা যাবার উদ্দ্যেশ্যে প্লাট ফরমে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।