কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্ব মন্ডলভোগ এলাকায় পুলিশের অভিযানে একটি সচল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ এপ্রিল) রাত আড়াইটার দিকে বাট্টা হাওড় পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ ফখরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ শরীফ (৪০)-এর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানের সময় শরীফের বাড়িতে ঢুকে তিনজনকে পালানোর চেষ্টা করতে দেখা যায়, যার মধ্যে দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মনির হোসেন (২৬) ও মোঃ শরীফ (৪০), দুজনেই পূর্ব মন্ডলভোগ গ্রামের বাসিন্দা।
মনির হোসেনের দেহ তল্লাশি করে তার কোমরের বাম পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের গায়ে কোনো দেশের তৈরি বা মডেল নম্বরের উল্লেখ ছিল না। গুলির গায়ে ইংরেজিতে “7.65 BT 14 S&B” খোদাই করা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পলাতক আসামী সাদেক হোসেন (৩৬)-এর সহায়তায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের পরিকল্পনায় সেখানে জড়ো হয়েছিল। এ বিষয়ে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, “অস্ত্র সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃত পিস্তল ও গুলি সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। গ্রেপ্তারকৃতরা অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের পরিকল্পনায় জড়ো হয়েছিল, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”