কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও পত্রিকার আইডিকার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১ মে সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলার ১৩টি উপজেলার প্রতিনিধিদের পত্রিকার আইডিকার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. ইমরান হোসেনের সভাপতিত্বে ও তৌকির ইসলাম তন্ময় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি একে নাছিম খান, প্রধান আলোচক জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিডিচ্যানেলফোর এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সভাপতি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, দৈনিক আজকের সারাদিন এর নির্বাহী সম্পাদক মো: জাভেদ ইকবাল সহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন সাংবাদিক তার লিখনির মাধ্যমে তার মিডিয়াকে ফুটিয়ে তোলে। ভাল মিডিয়ার কোন বিকল্প নাই। প্রথম শ্রেণির যত পত্রিকা আছে তার মধ্যে আমার সংবাদ ও ডেইলী পোস্ট একটি ভাল পত্রিকা। ভাল ভাল সংবাদ প্রকাশের জন্য সম্পাদক সহ প্রতিষ্ঠানের অন্যান্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। একই সাথে দৈনিক আমার সংবাদ ও ডিইলী পোস্টের উত্তরত্তোর সাফল্য কামনা করেন।