কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে “পারফরমেন্স-ভিত্তিক অনুদান” (Performance Based Grants for Secondary Education) কর্মসূচির আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল, এইচএসসি, এইচএসসি (বিএমটি) ও আলীম পরীক্ষায় কটিয়াদী উপজেলায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৪০ জন কৃতী শিক্ষার্থীকে এ পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকসুদা। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উসমান গনি, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের ২৪ জন ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৬ জন শিক্ষার্থী রয়েছেন। প্রত্যেককে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এর আগে তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে মাধ্যমিক পর্যায়ে ১০ হাজার টাকা এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন শিক্ষার্থী স্থান পাওয়ায় প্রতিষ্ঠানটি বিশেষভাবে প্রশংসিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সানজিদা আক্তার ও কটিয়াদী সরকারি কলেজের শিক্ষার্থী সারোয়ার আলম অনুভূতি প্রকাশ করেন।
