কিশোরগঞ্জের বাজিতপুরে গ্রেফতারের সময় পুলিশের হাত থেকে কৌশলে পালিয়ে গেছেন পৌর যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মো. জুম্মন মিয়া। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পৈলানপুর মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জুম্মন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেফতারের জন্য সাব-ইন্সপেক্টর আব্দুল কাদির ও শ্যামল দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনি স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন।
স্থানীয়রা জানান, হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারের সুযোগে জুম্মন মিয়া মানুষের ভিড়ে মিশে গিয়ে পুলিশের হাত থেকে পালিয়ে যান। এ সময় উপস্থিত জনতার মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে থমথমে পরিবেশ সৃষ্টি হয়।
পালিয়ে যাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এলাকায় টহল শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জুম্মন মিয়াকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, আসামিকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, এ ঘটনার প্রকৃত দোষীদের সঠিক তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে, যাতে নিরপরাধ কেউ মামলায় জড়িয়ে না পড়ে।