বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ছয় দফা দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে না মানলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন’।

রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে হওয়া মহাসমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান।

তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ছয় দফা দাবি নিয়ে কোনো সমাধান না হলে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেওয়া হবে।’

এ সময় কারিগরি ছাত্র আন্দোলনের আরেক প্রতিনিধি বলেন, আমরা আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করছি না। আমরা সব ধরনের এসি রুমের আলোচনা বয়কট করলাম। দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচি দেব।

এর আগে সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার পর থেকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। এ সময় তারা ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’; ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’; ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’; ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’সহ নানা স্লোগান দেন।

প্রসঙ্গত, শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত সমাবেশ থেকে আজকের মহাসমাবেশের ঘোষণা দেন আন্দোলনের পক্ষে কথা বলা শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।

এর আগে গত বুধবার ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। এরপর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে আলোচনায় শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওযায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে। শুক্রবার তারা সারা দেশে কাফন মিছিল কর্মসূচি পালন করে।

ছয় দফা দাবি হলো—হাইকোর্টের রায় বাতিল করে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করা; পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করা; ২০২১ সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করে সংশোধিত নিয়োগবিধি প্রণয়ন; ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণসহ মানসম্পন্ন কারিকুলাম চালু; এই কোর্সকে পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালনা এবং ৪ বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের জন্য দশম গ্রেডে পদ সংরক্ষণসহ নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page