কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজারে দোকানের সামনে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে সৃষ্ট কথা কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার, ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮ টার দিকে মরিচখালী বাজারের সনজিল মার্কেটের সামনের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মরিচখালী বাজারের স্টেশনারী ব্যবসায়ী হাইদুল ভূঁইয়ার দোকানের সামনে একদল যুবক মোটরসাইকেল পার্কিং করেছিল। এতে হাইদুল ভূঁইয়ার ছেলে মিঠু দোকানের সামনে মোটরসাইকেল পার্কিং করতে নিষেধ করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় উরদিঘী ফাল্গুনী মেলায় আগত সয়েরবাড়ী ও কান্দাইল এলাকার কিছু যুবক দোকানে গিয়ে হামলা চালায়। এরপর স্থানীয়রা এগিয়ে এলে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উরদিঘী গ্রামের মামুনের কপাল ফেটে যায়। এ ঘটনায় এছাড়া আরো ৫ জন আহত হয়েছেন।
আহতদের রাতেই চিকিৎসার জন্য করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।