কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন একাধিক প্রার্থী। তবে প্রচার-প্রচারণার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন মো: কামরুজ্জামান জামান।
তিনি প্রতিনিয়ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করছেন এবং প্রচারণা চালাচ্ছেন তার নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজারে। অতিথি হিসেবে তার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ওয়াজ মাহফিল, গান, নাটক, বিভিন্ন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।
চান্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম বলেন, মো: কামরুজ্জামান জামান বিগত দিনে কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য হিসেবে দুই দুইবার নির্বাচিত হিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন। ফলে আসন্ন উপজেলা নির্বাচনেও তার প্রভাব পড়েছে। স্থানীয় ভোটারদের মাঝেও আলোচনার ঝড় বইছে এ তরুণ নেতার পক্ষে।
সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের বাসিন্দা ও যুবলীগ নেতা পারভেজ আহমেদ বলেন, মো: কামরুজ্জামান জামান একজন নিষ্ঠাবান তরুণ নেতা। গণতান্ত্রিক যে কোনো আন্দোলনে আমরা তাকে কাছে পাই। বয়সে তরুণ হলেও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের যে কোনো কর্মকাণ্ডে আমরা তাকে দেখেছি। তিনি তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর উত্তর শাখার শিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার মতো একজন আদর্শবান তরুণ নেতা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ভোটারদের মাঝেও বেশ সারা পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মো: কামরুজ্জামান জামান বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে কটিয়াদী উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। যেহেতু আমি ঢাকায় রাজনীতি করি, ঢাকার অনেক কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রী পরিষদের অনেক সদস্যদের সাথে আমার সুসম্পর্ক বিদ্যমান আছে। আমি উনাদের সাথে আলোচনা করে আমার এলাকার অনেক উন্নয়ন সাধিত করতে পারবো।