ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালী করণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী হেডকোয়ার্টার থেকে সরারচর জিসি ভায়া বোয়ালিয়া বাজার ভাংনাদি সড়কের (চেইঃ ২৩০০-৬৪৮০) মিটার কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন।
শুক্রবার (১৫ মার্চ) বিকালে কটিয়াদী পৌর সদরের কাহেতেরটেকী সংলগ্ন স্থানে ভিত্তিপ্রস্তরের ম্যুরাল উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সোহরাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, আওয়ামিলীগ নেতা মইনুজ্জামান অপু,চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন খোকন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামিলীগ নেতা ভিপি ফরিদ উদ্দিন,এমপি পুত্র কেন্দ্রীয় যুবলীগের সদস্য এস এম তৌফিকুল হাসান সাগর সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
এর আগে সারাদেশের পুকুর-খাল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ব্রীজ এলাকায় কুড়িখাই নদী (কুড়িখাই খাল) খনন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি ও স্থানীয় নেতৃবৃন্দ।