২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী হযরত মিয়া চান্দ শাহ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতীয় এই দিবসটি পালন করা হয়।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আজহারুল হক রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি ও ব্যাংকার নুরে আমিন প্রকাশ আলী মোজাম্মেল। এসময় বিদ্যালয়ের অন্যান্য অভিবাবক সদস্য, শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী,কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন,কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মূরছালীন দারাশিকো,কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম,চান্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সরকার রফিকুল ইসলাম আরমান,চান্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি খান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন দেশাত্মবোধক গান ও চিত্র অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।