শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭ ভৈরবে যাত্রী সেজে গাঁজা পাচার: ২ নারী আটক কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারছে না ১০ শিক্ষার্থী ভৈরবে ৪২ লক্ষাধিক টাকার গাঁজসহ দুই মাদককারবারি আটক ভৈরবে ভিন্ন ধর্মের নারী পুরুষ গ্রেফতার কিশোরগঞ্জে আন্দোলনে মিছিলে হামলা মামলার আসামির কারাগারে মৃত্যু কুলিয়ারচরে ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ভৈরবে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার-থাইল্যান্ডে নিহত ১৫০ মাতৃভূমিতে ফিরতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রোহিঙ্গারা, গভীর জঙ্গলে চলছে প্রশিক্ষণ

বেহাল দশা মানিকখালী বাজারের, দেখার মতো নাই কেউ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারটি জন দূর্ভোগ চরমে উঠেছে। প্রতিবছর উপজেলা প্রশাসন ইজারার খাত থেকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করলেও বাজারের উন্নয়নে এক টাকাও ব্যয় করেনি বলে এমন অভিযোগ সচেতন নাগরিক সমাজের। ফলে বাজারে আসা লোকজন ও ক্রেতা-বিক্রেতারা প্রতিনিয়ত সমস্যার শিকার হচ্ছে। এসব দেখার জন্য কেউ নেই বলে দাবী করেছেন বাজারের আসা ও নানা সমস্যা এবং ভোগান্তিতে থাকা অসংখ্য জনসাধারণ।

মানিকখালী বাজারটি কটিয়াদী উপজেলা হইতে ৭-৮ কিলোমিটার দূরে চান্দপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত হওয়ায় পুরো চান্দপুর বাসীর এইটাই একমাত্র কেনা-বেচার হাট। ইউনিয়নের লোকজন এ হাটে প্রতিদিন আসে নিত্য প্রয়োজনীয় বাজার ও সব ধরনের কাঁচা বাজার করতে। এ বাজারে পার্শ্ববর্তী করগাও ও মুমুরদিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ ও এসে যুগ হয়ে থাকে। এতে বাজারে জনসাধারণের উপস্থিতি লক্ষনীয় ফলে এ বাজারটি গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও এই বাজারে রেলওয়ে স্টেশন উপস্থিত হওয়ায় আশপাশের এলাকার ট্রেনে যাতায়াতকারী অনেক যাত্রীর আনাগোনা এই বাজারে।

গতকাল ০২ জুলাই মঙ্গলবার সকালে এ প্রতিবেদক সরেজমিন পরিদর্শন ও বাজার ঘুরে দেখা গেছে, নানা সমস্যায় পড়েছেন দুর্ভোগে সাধারণ মানুষ। বাজারের জন্য কাঁচা বাজারের কোন সেট নেই। সবজি ও কাঁচা তরকারি ব্যবসায়ীরা বৃষ্টিতে কোন রকম পলিথিন ঠানিয়ে বেচা-কেনা করছে। অন্যদিকে কাঁচা মাছ বিক্রির জন্য পুরনো যে সেটটি ছিল সেটিও ভেঙে গেছে। সেই ভাংগা সেটটিতে ঝুঁকিপূর্ণভাবে মাছ বিক্রি করছে এবং মাছের পানিতে দুগন্ধ ছড়িয়ে পড়ছে সর্বত্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, স্থানীয় এমপি সাহেবের কাছে মাছ ব্যবসায়ীদের দাবী মাছ মহলের পুরনো সেটটি পুননির্মাণ করা। বর্তমানে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ এই সেটে ব্যবসা করেছেন। সেটটি যেকোনো মূহুর্তে ধসে পড়তে পারে ব্যবসায়ীদের মাথার উপর।

বাজারে কোন পাশ্বেই ময়লা আর্বজনার পানি যাওয়ার নালা অথবা নিষ্কাশনের ব্যবস্থা নেই। যে যার মত করে বেচা-কেনা করায় বাজারের কোন শৃংখলা ও জনসাধারণের চলাচল ও দাঁড়ানোর সুযোগ নেই। এতে বাজারে চরম বেহাল অবস্থা লেগে আছে।

বাজারের এই বেহাল দশার জন্য বাজারের অনেক ব্যবসায়ীরা দায়ী করেছেন বর্তমান বাজার কমিটিকে। বাজারের কোনো উন্নয়ন বা ব্যবসায়ীদের কোনো আপদে বিপদে তাদের নজর নেয়। মানিকখালী বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ বাজারের বর্তমান বনিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক এর চেয়ার দখল করে তারা বাজারের বিভিন্ন অনিয়মের সাথে আঁতাত করছে বলে গুঞ্জন রয়েছে। বাজারের সকল ব্যবসায়ীদের দাবী নতুন একটি বাজার কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page