বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সামনে আইরিশদের বড় চ্যালেঞ্জ শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি আইনজীবী সাইফুল হত্যা: প্রধান আসামি চন্দন ভৈরবে গ্রেপ্তার নিকলী ও করিমগঞ্জে জলমহালে বিষ প্রয়োগ, দুই কোটি টাকার মাছ নিধনের অভিযোগ কাহার আকন্দের উত্থান ও পতন: পুলিশ থেকে রাজনীতি, এক বিতর্কিত যাত্রা বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্ত: কাদির মোল্লার ব্যবসায়িক হিসাব ও ঋণের অনুসন্ধান গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পে মাদারীপুরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রায়পুর পৌরসভায় নাগরিক সেবায় চরম অব্যবস্থাপনা সড়ক সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও অবরোধ জবি ছাত্র ঐক্যের মঞ্চে ১২ সংগঠনের নেতা, থাকবে উপাচার্যের উপস্থিতি

কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম মাসুদকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর গুলি ও এক নারীসহ দুইজনকে পুড়িয়ে হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাজহারুল ইসলাম মাসুদ কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আজ সোমবার র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বরা হয়, মামলার এজাহারে বর্ণিত ১৫ নম্বর আসামি মাজহারুল ইসলাম মাসুদসহ অন্যান্য আসামিরা গত ৪ আগস্ট বেলা ২টা থেকে ৪টায় কিশোরগঞ্জ শহরে রামদা, কিরিচ, বল্লম, রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা করে। মিছিলকারীরা জীবন রক্ষার্থে পার্শ্ববর্তী সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় গিয়ে আশ্রয় নেয়। আসামিরা পিছু ধাওয়া করে পেট্রোল দিয়ে বাসায় আগুন ধরিয়ে দেয়। আগুনের ভয়াবহতা দেখে সবাই সেখান থেকে পালিয়ে যায়। পরে সেখানে জুলফিকার হোসাইন ও অঞ্জনা নামে দুজন পুড়ে মারা যায়।

এ ব্যাপারে বিএনপি কর্মী মো. মতিউর রহমান বাদী হয়ে গত ৩০ আগস্ট কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর আসামিদেরকে গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে রাজধানীর ফকিরাপুল থেকে মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করে।

র‍্যাব কর্মকর্তা মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজহারুল ইসলাম মাসুদ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করলে আদালত জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page