কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কটিয়াদী পৌর বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও কটিয়াদী পৌরসভার প্রশাসক তামারা তাসবিহা স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
নবগঠিত সেই আহ্বায়ক কমিটিতে মোঃ ইলিয়াস আলীকে আহ্বায়ক ও মো.জিল্লুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, মো: শফিকুল ইসলাম ভূঞা শ্যামল, মো: আতিকুর রহমান আতিক, মোহাম্মদ আলী, মাহফুজুর রহমান মিঠু, আব্দুল মোতালিব, গোলাম রাব্বানী, মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, মো: আল আমিন, সুবির সাহা, জাহাঙ্গীর আলম রতন, আবুল বাশার, রহমত উল্লাহ, মো: বাদল, বাবুজিৎ সাহা, মো: হারুন অর রশিদ, শংকর বর্মন, মো: রবিউল আওয়াল, বংশী সাহা, মমিনুল ইসলাম, আশরাফুল আলম বাচ্চু, লক্ষণ সাহা, কবির হোসেন, মো: হারুন মিয়া, সাইদুর রহমান, মো: শাজাহান, আবু নাঈম, শামসুল হক, রতন মিয়া, মোস্তাফিজুর রহমান সেলিম।
কটিয়াদী বাজারের সকল ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করণ, যে কোন অপ্রিতীকর ঘটনা রোধ, ভোটার তালিকা হালনাগাদ ও সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করার জন্য নতুন এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।