কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করেছে X Percel নামে একটি ফেসবুকে পেইজের সদস্যরা।
সোমবার দিনব্যাপী জেলা শহরের পুরানথানা মোড় এলাকায় ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি করে তারা।
এ সময় বর্তমান বাজার দরের চেয়ে কম ও ন্যায্যমূল্যে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করতে দেখা যায় তাদেরকে।
x percel এর কর্ণধার তাজুল ইসলাম ছাড়াও এ কার্যক্রমে সহযোগীতা করেন মানবিকতায় কিশোরগঞ্জ গ্রুপের এডমিন মুরাদ আহমেদ ও স্থানীয় রুহুল আমিন।
তারা জানান,বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধগতির এই সময়ে জনসাধারণকে খানিকটা স্বস্তি দিতে এই আয়োজন।বর্তমান বাজার মূল্য থেকে কম ও স্বল্প মূল্যে আমরা বিভিন্ন প্রকার সবজি পাইকারি দরে কিনে এনে ন্যায্যমূল্যে বিক্রি করেছি।যাতে সাধারণ মানুষ কিছু টা হলেও স্বস্তি পায়।আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।যাতে অন্যরাও এতে উদ্বুদ্ধ হতে পারে।