রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

ঈদগাহে জঙ্গি হামলার ঘটনায় তিন জেএমবি সদস্য আদালতে তোলা

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে ২০১৬ সালে সংঘটিত জঙ্গি হামলায় অভিযুক্ত নিষিদ্ধঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে আনা হয়। ওই ঘটনার প্রেক্ষিতে কিশোরগঞ্জ মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলায় তাদের বিচার চলছে।

জানা গেছে, জেএমবির এই তিন সদস্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মিজানুর রহমান ওরফে বড় মিজান, কিশোরগঞ্জ সদর উপজেলার জাহিদুল হক তানিম এবং গাইবান্ধা জেলার আনোয়ার হোসেন আছেন। আদালতে হাজির করার সময় তাদের হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডাবেড়ি এবং পুলিশের বিশেষ বাহিনীর কঠোর পাহারায় রাখা হয়।

জেলা কারাগারের কর্মকর্তা কাউসার এবং কোর্ট ইন্সপেক্টর সামসুল আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page