কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শুকতারা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গুরুদয়াল সরকারি কলেজে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. মুশতাকুর রহমান।
সংগঠনের সভাপতি রেজাউল হাসনাত নাহিদের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান,জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরি।
কর্মসূচিতে সার্বিক সহযোগীতা করেন আশেকুর রহমান চমন ও হোসাইন সাব্বির আহমেদ।
এ সময় বজ্রপাত প্রতিরোধে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে শতাধিক তালগাছ রোপন করা হয়।
এ সময় সাংবাদিক আবুল কালাম আজাদ,জিকু খান সহ অনেকেই উপস্থিত ছিলেন।