ঢাকা, ২২ অক্টোবর: যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সুমনকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। তবে শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ব্যারিস্টার সুমনকে সোমবার রাতে মিরপুর-৬ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। যুবদল নেতা হৃদয় মিয়া মিরপুরে একটি সমাবেশে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেন।