সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে টাস্কফোর্স অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা শহরে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে ৯টি পাইকারি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে শহরের বড় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকির জন্য এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। অভিযানের সময় মূল্য তালিকা না থাকা এবং রশিদ সংরক্ষণ না করার অভিযোগে ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

হৃদয় রঞ্জন বণিক জানান, সকাল ৭টা থেকে সাড়ে ১০টার মধ্যে এই অভিযান পরিচালিত হয়। এ সময়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট ৫টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা এবং সহকারী পরিচালক ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করে। তিনি আরও জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page