বাজিতপুর উপজেলা প্রতিনিধি:
গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও এখনো ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।তিনি বলেন, ‘রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।’
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নে শুক্রবার বিকালে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শেখ মুজিবুর রহমান ইকবাল আরো বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা খোলস পাল্টে বিএনপির রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার ষড়যন্ত্র করছে। তারা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মিশে গিয়ে বিএনপিকে বিতর্কিত করতে চায়। এ ব্যাপারে জাতীয়তাবাদী আদর্শের প্রত্যেক নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।’
দিলালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিলালপুর বাজারে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন দলের দিলালপুর ইউনিয়ন শাখার সভাপতি নূর কামাল। অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনিরসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।