বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন। শুক্রবার রাত ১০:২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান।
বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, “দেশ ভালো আছে, ইনশাআল্লাহ ভালো হবে। আমি ভালো আছি, পরে আপনাদের সঙ্গে কথা হবে।” এই কথা বলেই তিনি আর কোনো মন্তব্য করেননি।
গত ১১ অক্টোবর তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন। সেখানে তিনি বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে গিয়েছিলেন।