কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে অনুষ্ঠিত হয়েছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। রবিবার (২৭ অক্টোবর) দিনভর চলা এই ক্যাম্পে এলাকার জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সজল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াস আলী, পৌর যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব আজিজুল ইসলাম, এবং ছাত্র দলের সভাপতি তসরিফুল ইসলাম হাসিবসহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মাহবুবুর রহমান মাসুদ বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে আমরা স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছি।” উপস্থিত সকল অতিথিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যুবদলের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।