কিশোরগঞ্জ প্রতিনিধি:
সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের ক্যাশিয়ার খ্যাত নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকাররম সর্দারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
রবিবার রাতে নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা সহ একাধিক মামলা রয়েছে।
নারায়নগঞ্জের ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শরিফুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেছেন।
মোকাররম সর্দার ২০২৪ সালের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনে তিনি কোটি টাকা খরচ করে বিজয়ী হয়েছিলেন বলে গুঞ্জন উঠে।
তার নির্বাচনী প্রচারণায় বিএনপি আওয়ামীলীগ একাট্টা হয়ে কাজ করে।
সবাইকে তিনি টাকা দিয়ে কিনেছিলেন বলেও অভিযোগ রয়েছে।এছাড়া তিনি সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।ডিবি হারুনের প্রভাব খাটিয়ে এলাকার সবাইকে বাগে এনে নির্বাচনী বৈতরণী পার হন মোকাররম সর্দার।ডিবি প্রধান হারুন নারায়নগঞ্জের এসপি থাকাকালীন সময় তার ক্যাশিয়ার হিসেবেও দ্বায়িত্ব পালন করতেন মোকাররম সর্দার।এমনটাই জানা গেছে স্থানীয়দের সাথে কথা বলে।
জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা উবায়দুর রহমান শাকিল বলেন,ডিবি হারুনের সহযোগী মোকাররম সর্দার গ্রেফতার হয়েছে,এবার উনাকে একটু ঠিকঠাক মত জিজ্ঞেস করলেই ডিবি হারুনের সন্ধান পাওয়া যাবে।
স্থানীয় জনগণ বিশ্বাস করে যে ৫ই আগষ্টের পর ডিবি হারুন যে কয়জনের সাথে নিয়মিত যোগাযোগ রাখত, তারমধ্যে আটককৃত ব্যক্তি একজন।