“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে কটিয়াদীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ দিবসের কার্যক্রমে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
২ নভেম্বর শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ওয়াহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো: শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার আবুল খায়ের, মুন্সি আবদুল হেকিম কারিগরি কলেজের অধ্যাপক ফজলুল হক জোয়ারদার এবং কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মো: আজিজুল হক, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার।
বক্তারা সমবায় ব্যবস্থার গুরুত্ব ও দেশের উন্নয়নে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। সমবায়ী ও জনগণের মাঝে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।