কিশোরগঞ্জ প্রতিনিধি:
ঘণ্টার পর ঘণ্টা কবরে জীবন্ত অবস্থায় থাকতে পারেন হাসান আলী নামের এক যুবক।তিনি দাবি করেন, এতে তার কোনো অসুবিধে হয় না। এমনকি খাবার-দাবার সহ কবরে একাধারে তিন দিন থাকতে পারেন তিনি।
গত বুধবার বিকালে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সার্কাস খেলায় তিনি এমন দাবি করেন। ওইদিন সার্কাসে সে এক ঘণ্টা কবরে জীবন্ত অবস্থায় থাকেন।
হাসান আলী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। তিনি সার্কাস দলের একজন সদস্য। ওই দলের সদস্য হিসেবে কবরে জীবন্ত ঢুকেন তিনি।
জানা গেছে, ওই সার্কাস দলের প্রধান বাবুল মিয়া। সার্কাস খেলায় কবরে জীবন্ত থাকা প্রদর্শন করা হয়। এতে হাসান আলী নামের ওই যুবক এক ঘণ্টা কবরে থেকে জীবন্ত বের হন। ভয়ানক এ সার্কাস খেলা উপভোগ করেন অসংখ্য জনতা। সার্কাস খেলাকে কেন্দ্র করে মাঠে ভিড় জমান নারী-পুরুষ, শিশু-কিশোরসহ আশপাশের হাজারো জনতা। কবরে জীবন্ত থাকাসহ আরো বেশ কিছু আকর্ষণীয় খেলা দেখিয়ে দর্শকের মন জয় করেন তারা।
স্থানীয় এলাকার বাসিন্দা খাইরুল ইসলাম জানান, ওইদিন স্কুল মাঠে সার্কাস খেলা চলছিল। হাসান আলী নামের ওই যুবককে কবরে রাখা হয়েছে এর এক ঘণ্টা পর ফের জীবন্ত অবস্থায় তাকে বের করা হয়েছে। এতে আমিসহ উপস্থিত অনেকেই আশ্চর্য হয়েছি। যদিও এটি ভয়ানক চর্চা, তবে মানুষ উপভোগ করেছে। তবে এমনটা কেউ যাতে নিজে চেষ্টা না করেন সে দিকে সচেতন থাকতে হবে।
হাসান আলী দাবি করে বলেন, তিনি দীর্ঘদিন কবরে জীবন্ত থাকার চর্চা করেছেন। কীভাবে বেশি সময় থাকা যায় সে কৌশল রপ্ত করেন। এর প্রেক্ষিতে দেশের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সার্কাস খেলায় এটি প্রদর্শন করেন। এখন তিনি এতে অভ্যস্ত হয়ে পড়েছেন। তিনি আরও বলেন, খাবার-দাবারসহ একধারে ৩দিন পর্যন্ত কবরে থাকতে পারবেন তিনি।