মোজাহিদ সরকার, ইটনা (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের ইটনায় ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লাসহ সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের বহিস্কারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও জনতা।
৫ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ দুই শতাধিক মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম ঠাকুর, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা নেহা রঞ্জন দেবনাথ প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধনে বলেন, কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের মৃত আব্দুস সোবহান মোল্লা এর ছেলে আব্দুর রহিম মোল্লা তিনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর অতিবাহিত হওয়ার পর সে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে সর্বশেষ যাচাই-বাছাই কমিটিতে আবেদন করে কিন্তু উপজেলার সকল মুক্তিযোদ্ধা গণের উপস্থিতিতে যাচাই-বাছাই কমিটির বিবেচনার জন্য কোন প্রমাণ এবং গ্ৰহনযোগ্য সাক্ষ্য উপস্থাপন দেখাতে পারেনি। এই কাজে ব্যর্থ হয়ে তিনি ২০২১ সালে অবৈধ উপায়ে বেসামরিক গেজেটে তার নাম অন্তর্ভুক্ত করে সকল প্রকার সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেছেন।
এছাড়াও মুক্তিযোদ্ধারা বর্তমান সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার কাছে আবেদন করেন অবিলম্বে উক্ত আবদুর রহিম মোল্লা সহ সকল ভুয়া মুক্তিযোদ্ধা সনদ এবং গেজেট বাতিল করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।