বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় জেইউবির প্রীতি ক্রিকেট ম্যাচের জার্সি ও ক্যাপ উন্মোচন বাংলাদেশের সামনে আইরিশদের বড় চ্যালেঞ্জ শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি আইনজীবী সাইফুল হত্যা: প্রধান আসামি চন্দন ভৈরবে গ্রেপ্তার নিকলী ও করিমগঞ্জে জলমহালে বিষ প্রয়োগ, দুই কোটি টাকার মাছ নিধনের অভিযোগ কাহার আকন্দের উত্থান ও পতন: পুলিশ থেকে রাজনীতি, এক বিতর্কিত যাত্রা বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্ত: কাদির মোল্লার ব্যবসায়িক হিসাব ও ঋণের অনুসন্ধান গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পে মাদারীপুরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রায়পুর পৌরসভায় নাগরিক সেবায় চরম অব্যবস্থাপনা সড়ক সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও অবরোধ

করিমগঞ্জে ইজিবাইক-মোটর সাইকেল মুখমুখি সংঘর্ষ- নিহত ১, আহত ৬

এম এ জলিল, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুন্দর আলী (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন। করিমগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

৫ নভেম্বর, মঙ্গলবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ-চামড়া বন্দর মহাসড়কে বৌলাই নার্সারীর পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার জাফরাবাদ ইউনিয়নের রাজকুন্তি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের একরামপুর থেকে করিমগঞ্জগামী একটি ইজিবাইক বৌলাই নার্সারির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক ও মোটরসাইকেল দুটোই দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইকের চালকসহ চারজন এবং মোটরসাইকেলের তিনজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুন্দর আলীকে মৃত ঘোষণা করেন এবং একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

করিমগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং সকল আলামত সংগ্রহ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page