বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা ফকির পাড়া এলাকার মোহসীন আলীর দুই সন্তান—বড় ভাই এনামুল হক ও ছোট ভাই রেজাউল করিম—জমি নিয়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। মঙ্গলবার দুপুরে শাজাহানপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ছোট ভাই রেজাউল করিম তার বড় ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে রেজাউল করিম বলেন, “বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে, এনামুল হক আমার দুর্বলতার সুযোগ নিয়ে জমি তার নিজের ও ছেলেদের নামে লিখে নিয়েছেন। তাছাড়া, আমাকে হত্যার হুমকি দিয়ে তিনি বাবার বাড়িতে তালা দিয়ে আমাকে সেখানে থেকে উচ্ছেদ করেছেন। আমি প্রশাসন ও পুলিশে একাধিক অভিযোগ করেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। এর পাশাপাশি, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করানো হয়েছে এবং আমাকে পুলিশের সহায়তায় আদালতে দাঁড় করানো হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, তার কেয়ারটেকারকে মারধর করা হয়েছে এবং তার জীবনহানির হুমকি দেয়া হয়েছে।
এদিকে, এই অভিযোগ অস্বীকার করে বড় ভাই এনামুল হক বলেন, “ছোট ভাইয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এসবের কোনো সত্যতা নেই এবং সঠিক তদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।”
বর্তমানে, দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ এবং পারিবারিক উত্তেজনা বেড়ে যাওয়ায় বিষয়টি স্থানীয় প্রশাসনের কাছে গুরুত্ব পেয়েছে।