গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই, অবশেষে সেই গুঞ্জনটি সত্যি হলো। বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মঙ্গলবার (৫ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই নিয়োগের ঘোষণা দেয়।
ঘরোয়া ক্রিকেটে তার কোচিং দক্ষতার জন্য পরিচিত মোহাম্মদ সালাউদ্দিন এর আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। এবার ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত তাকে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন, এবং ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন।
অন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতা রয়েছে সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করার মাধ্যমে। এছাড়া বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগসহ দেশের বিভিন্ন শিরোপায় তার কোচিং সফল। বিশেষত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে তিনি সফলতম দল গড়েন।
জাতীয় দলের সঙ্গে সালাউদ্দিনের ফেরার আলোচনা শুরু হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহে’র বিদায়ের পর। যদিও ফিল সিমন্স প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন, তারপরও সালাউদ্দিনের সহকারী কোচ হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি বিসিবির বিবেচনায় ছিল। এখন নিশ্চিত হওয়া গেছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের মাধ্যমে তিনি জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন। বিসিবি জানিয়েছে, তার ভিসার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জাতীয় দলের সঙ্গে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।
এই নিয়োগে সালাউদ্দিনের দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।
