স্পোর্টস ডেক্স: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হওয়ার পর বাংলাদেশ শিবিরে এলো দুঃসংবাদ। কিপিং করার সময় আঙ্গুলে চোট পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম, ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি খেলতে পারবেন না।
শারজাহতে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ১ রান করে আউট হন মুশফিক। তবে, কেন এত দেরিতে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি, সেটি বৃহস্পতিবার জানা যায়। আফগানিস্তানের ব্যাটিংয়ের শেষ দিকে কিপিং করার সময় আঙ্গুলে চোট পান মুশফিক। এর পরেই তার মিডল অর্ডারে নামার সম্ভাবনা ছিল না।
চোটের গভীরতা পরীক্ষা করতে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, তবে এখনও বিসিবি রিপোর্ট পায়নি। তবে, প্রাথমিক চিকিৎসার পর নিশ্চিত হওয়া গেছে যে মুশফিক সিরিজের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। এমনকি, সিরিজের শেষ ম্যাচেও তার সার্ভিস পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
আগামী শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ এবং আফগানিস্তান আবার মুখোমুখি হবে।