আন্তর্জাতিক ডেক্স: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় তিনি ট্রাম্পকে ফোন করে নির্বাচন সম্পর্কে তার সাফল্যকে সম্মান জানিয়ে শুভেচ্ছা জানান। সিবিএস নিউজের বরাতে কমলার একজন উচ্চপদস্থ সহযোগী এই তথ্য নিশ্চিত করেছেন।
কমলার সহযোগী জানান, ফোনকলে কমলা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গুরুত্বের কথা তুলে ধরেন। একই সাথে, তিনি ট্রাম্পকে আমেরিকার সকল নাগরিকের প্রেসিডেন্ট হতে এবং দেশকে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে আহ্বান জানান।
এদিকে, ওইদিন রাতের দিকে ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে এক ভাষণে কমলা হ্যারিস নির্বাচনে জয়-পরাজয়ের পরিপ্রেক্ষিতে তার অনুভূতি ব্যক্ত করেন। কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আজ আমার হৃদয় ভরে গেছে। আপনারা যে আস্থা রেখেছেন, তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। আমাদের ভালোবাসা সবসময় এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
কমলা আরও বলেন, “আমরা কখনোই হাল ছাড়ব না। এই লড়াই চালিয়ে যাব। আমাদের সংগ্রামই আমেরিকাকে আরও উজ্জ্বল করবে।”
বর্তমানে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রার্থী। ট্রাম্প বর্তমানে ২৯৪টি ভোট পেয়েছেন, আর কমলা ২২৩টি ভোট পেয়েছেন। তবে ফল ঘোষণা এখনো বাকি রয়েছে তিনটি অঙ্গরাজ্যে।