নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে বৃহস্পতিবার (৭ নভেম্বর) শ্রদ্ধা জানাতে রাজধানী ঢাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল থেকেই রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা এবং তাদের সমর্থকরা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল ১১টায় দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর জন্য মাজারে উপস্থিত হন। এর আগে, সকাল থেকে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরেবাংলানগরের বিভিন্ন সড়কে অবস্থান নেন। একে একে ঢাকা এবং আশেপাশের জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা মাজারে এসে জড়ো হন।
৭ নভেম্বরের বিপ্লব সংহতি দিবসকে কেন্দ্র করে বিএনপির নেতারা নানা কর্মসূচি পালন করছেন। এই দিনে ১৯৭৫ সালের ঘটনার স্মৃতিচারণ, জাতীয় ঐক্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের সংগ্রামের কথা তুলে ধরেন তারা।