বাংলাদেশি বংশোদ্ভূত শেখ এম. রহমান জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে টানা চতুর্থবার নির্বাচিত হয়েছেন। ৬৩ বছর বয়সী শেখ রহমান কিশোরগঞ্জের বাজিতপুরের সন্তান এবং তিনি ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে ৭০ শতাংশের বেশি ভোটে হারিয়ে এই ঐতিহাসিক জয় লাভ করেন তিনি।
শেখ রহমান এর আগে একই নির্বাচনী এলাকায় তিনবার সিনেটর নির্বাচিত হয়েছেন এবং তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান ও প্রথম মুসলিম হিসেবে জর্জিয়ায় সিনেটর নির্বাচিত হন।
শেখ রহমান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান। ১৯৮১ সালে তিনি আমেরিকা যান এবং জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ৩ ভাই ও ৪ বোনের মধ্যে মেজো। তার ভাই শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির আহবায়ক।
শেখ রহমানের নির্বাচনী বিজয়ে জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশিরা এবং তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরের মানুষ আনন্দিত। ২০১৮ সালে প্রথম জর্জিয়া রাজ্য সিনেট নির্বাচনে জয়ী হওয়ার পর, এবার তিনি টানা চতুর্থবার নির্বাচিত হলেন, যা তার জনপ্রিয়তার প্রমাণ।
শেখ রহমানের নির্বাচনী জয়কে কিশোরগঞ্জের বাজিতপুরের স্থানীয়রা গর্বের বিষয় হিসেবে দেখছেন। সরারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন মিয়া বলেন, “আমাদের এলাকার গর্বিত সন্তান শেখ রহমান আবারও আমেরিকার সিনেট নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।”
মনিরুজ্জামান মনির বলেন, “বাজিতপুরের সন্তান শেখ রহমানের সিনেট নির্বাচিত হওয়ার খবর শুনে খুব ভালো লাগছে। এলাকার মানুষ তার বিজয়ে আনন্দিত।”
মো. খাজা মোল্লা আরও বলেন, “শেখ রহমান ২০১৮ সালে প্রথম জর্জিয়া রাজ্য সিনেট নির্বাচিত হন। এবার টানা চারবার নির্বাচিত হয়েছেন, যা তার ব্যাপক জনপ্রিয়তা ও নেতৃত্বের প্রমাণ। আমরা তার বিজয়ে গর্বিত।”